Header Ads

নির্বাচনে নিহতদের পাশে রাজ্য সরকার! নিহত কতজন? সংখ্যা নিয়ে বিতর্ক।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়। এই নির্বাচনে নিহত ১৪ জন রাজনৈতিক কর্মীর পরিবারকে দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর পাশাপাশি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে নিহত প্রিসাইডিং অফিসারের পরিবারকেও। এবার নির্বাচন ঘোষণার শুরু থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাস শুরু হয়। পঞ্চায়েত ভোট পর্বেও সেই সন্ত্রাস চলে লাগামহীন ভাবে। ভোট ঘিরে রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের অনেকেই। নবান্ন সূত্রে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ১৪ জন। এই ১৪ জনের পরিবারকেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

কিন্তু বিরোধীদের প্রশ্ন ১৪ জন নয়, তার অনেক বেশি রাজনৈতিক কর্মী খুন হয়েছেন এই নির্বাচনে। তাই এটা নিয়েও রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এমনটাই অভিযোগ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.