Header Ads

কংগ্রেস, জেডি (এস)-এ ভাঙনের সম্ভবনার কোনো প্রশ্নই নেই বললেন সিদ্দারামাইয়া।

নজরবন্দি ব্যুরো: কংগ্রেস, জেডি (এস)-এ ভাঙনের সম্ভবনার কোনো প্রশ্নই নেই বললেন সিদ্দারামাইয়া।আগামীকাল বিধানসভায় বিজেপি মু্খ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে সু্পিম কোর্টের নির্দেশে গরিষ্ঠতা প্রমান করার প্রসঙ্গে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁদের জোটের সব বিধায়ক বদ্ধপরিকর।

 

সুপ্রিম কোর্টের আজকের নির্দেশকে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে তিনি বলেন, বিজেপির মাত্র ১০৪ জন বিধায়ক। প্রয়োজন ১১২ টার যা বিজেপির নেই। ১০৪-এর বেশি একটি আসনও ওদের হাতে নেই দুজন নির্দল আমাদের সমর্থনেই নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের ৭৮, জেডি-এস (৩৭), ২ নির্দল (নির্দল+কেজিজেপি) ও বিএসপি-র ১ জন মিলিয়ে মোট ১১৮ জন। আমরা সবাই ঐক্য পরায়ণ আমাদের মধ্যে বোঝাপড়া আছে। এটাই বাস্তব। বিজেপি চায়নি।

 

 

এসব সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ওদের ১৫ দিন সময় দিলেন রাজ্যপাল। এতে কী বোঝা যাচ্ছে? তিনি আরও বলেন, রাজ্যপাল নরেন্দ্র মোদী, অমিত শাহের নির্দেশে কাজ করেছেন, সংবিধান মানলে এমন সিদ্ধান্ত নিতেন না। মোদী, অমিত শাহকে তিনি 'এ দেশের হিটলার আখ্যা দেন , সংবিধান বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই ওদের। অতীতে কখনও কোনও রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দেননি বলে জানিয়ে সিদ্দারামাইয়া বলেন, এ গণতন্ত্রের হত্যা, পরিষ্কার সংবিধান লঙ্ঘন বলে মনে করেন তিনি। জোটসঙ্গী জেডি (এস) নেতা দানিশ আলিও ইয়েদুরাপ্পা কালই আস্থাভোটে হেরে যাবেন বলে দাবি করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক। তিনি আরও বলেন বিধায়কদের নিরাপত্তার উদ্বেগও মাথায় রাখতে হবে। প্রথম দিন থেকেই আমরা নিশ্চিত, বিজেপির প্রয়োজনীয় গরিষ্ঠতা নেই। আমাদের আছে। কাল ৪টায় ইয়েদুরাপ্পা আস্থাভোটে হেরে ক্ষমতা হারাচ্ছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.