Header Ads

কমরেড সুশান্ত ঘোষ এবার কি নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে? জল্পনা।

নজরবন্দি ব্যুরো: প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে এবার কাছে টানতে মরিয়া বঙ্গ বিজেপি। পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকমণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হয়েছে একসময় সিপি আই(এম)এর দাপুটে নেতা সুশান্ত ঘোষকে।

অনেক দিন ধরে তিনি দলের কোন কর্মসূচিতে ডাক পাচ্ছিলেন না বলে অভিযোগ। ফলে সুশান্ত ঘোষ এখন ঘরেই সময় কাটাচ্ছেন বই পড়ে। এবার সুশান্ত ঘোষের সেই পুরনো দাপটকে কাজে লাগিয়ে গড়বেতা-কেশপুর অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে বিজেপি। এবারের পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের আসনে সিপিআই(এম) এর কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি। আর এর ফলে গড়বেতায় ভোট দিতে আসেননি সুশান্ত ঘোষ। অনেকদিন ধরে
দলের সব পদ থেকে সরিয়ে ফেলার ছক কষে আসছে সিপিআই(এম) এর একাটা বড় অংশ।

গত রবিবার সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর উপস্থিতিতেই সুশান্তকে তাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দল। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে সিপিআই(এম) এর নতুন ১৬ জনের জেলা কমিটিতে সুশান্ত ঘোষকে বাদ দিলো রাজ্য নেতৃত্ব।
আর এই সুযোগটাই কাজে লাগাতে চলেছে বঙ্গ বিজেপি।আর এই রকম পরিস্থিতিতে সুশান্ত ঘোষ বিজেপিতে যোগ দিলে লাভবান হবে এই রাজ্যের গেরুয়া ব্রিগেড। এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.