Header Ads

ষষ্ঠ বেতন কমিশনের সাথে আসছে নতুন গেরো! বকেয়া ডিএ আদৌ মিলবে তো? তৈরি নতুন আশঙ্কা!

নজরবন্দি ব্যুরোঃ দেশে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও রাজ্য সরকারি কর্মীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের অপেক্ষায় হাপিত্যেশ করে রয়েছেন। চলতি বছরের নভেম্বরের মধ্যেই এই বেতন কমিশন সুপারিশ করবে, সম্প্রতি এই কথা জানায় সংস্থার অধিকর্তারা। এর পরেই নতুন এক উদ্বেগে পড়েছেন সরকারি চাকুরেরা।

সংস্থার বক্তব্য অনুযায়ী, রাজ্যের কর্মীরা এই মুহূর্তে ১০০ শতাংশ ডিএ পাচ্ছেন। নিয়ম অনুসারে ডিএ ১০০ শতাংশ ছুঁলে পরবর্তী বেতন কমিশন কার্যকর হলে শূন্য থেকে নতুন ডিএ-র হার শুরু হয়। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পড়ে থাকা ৪২ শতাংশ ডিএ-র ভবিষ্যৎ কি?

সরকারি কর্তাদের একটা বড় অংশের আশঙ্কা, আর্থিক অবস্থার দিকটি তুলে ধরে ডিএ না দেওয়ার একটা চেষ্টা করবে সরকার। শুধু তাই নয়, রাজ্যের আর্থিক অবস্থা এতই করুন যে নতুন বেতন কমিশন চালু হলে এই বকেয়া ডিএ-র কথা বেমালুম ভুলেও যেতে আরে সরকার। এই পরস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারিদের একটাই প্রশ্ন, বকেয়া ডিএ আদৌ মিলবে তো? এখন ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে বিপুল সংখ্যক সরকারি কর্মী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.