Header Ads

জঙ্গলমহলে বিজেপি-র ধাক্কায় বেসামাল তৃণমূল!

রিয়া রায়চৌধুরিঃ রাজ্যের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম নবতম সংযোজন। বেশ কিছু সময় ধরে ঝাড়গ্রাম মাওবাদী এলাকা হিসাবে পরিচিত হলেও শাসকদল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় মাওবাদী তকমা ছাড়িয়ে ঝাড়গ্রাম এখন মানুষ এর কাছে অন্যতম প্রিয়।

তবে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের ফলাফল শাসক দলকে স্বস্তি দিলেও কিছুটা চিন্তায়ও ফেলে দিয়েছে। রাজ্যের শাসক দল ঝাড়গ্রাম দখলের লড়াইয়ে ভাল ফল করলেও বিজেপি-র ফল কিন্তু ফেলে দেওয়ার মত নয়। জেলাভিত্তিক লড়াইয়ে শাসক দলের কাছে আছে ১৩টি আসন।

বাকি বেশ কিছুটা অঞ্চল তাদের কাছ থেকে রীতিমত কেড়ে নিল বিরোধী শিবির। ঝাড়গ্রাম জয়ের লড়াইতে শাসকদলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে গেছে বি.জে.পি। বেশ কিছু অঞ্চল তারা কেড়ে নিল শাসক দলের থেকে।

উল্লেখ্য ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে শাসকদল ৫ টি, বি.জে.পি ১২টি, এবং সিপিআইএম ১টি আসনে জিতেছে।শাসক দলকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত,জেলাপরিষদ তিন দিক থেকেই পিছনে ফেলে দিয়েছে বি.জে.পি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.