Header Ads

ত্রাতার ভূমিকায় শাসক দল! ঘরছাড়া বিরোধী সমর্থকদের আগলে ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক।

নজরবন্দির ব্যুরোঃ যেই শাসকের ভয়ে ঘর ছেড়েছিলেন সেই শাসকই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। প্রায় ৫০টি বিজেপি সমর্থক পরিবারকে ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক অরুনাভ সেন।

পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বাগনানের বিভিন্ন এলাকা। গন্ডগোলের জেরে ঘরছাড়া হয় ৫০টি বিজেপি সমর্থক পরিবার। বীরকুল এলাকার ওই ৫০টি পরিবারকে আজ নিজের উদ্যোগে ঘরে ফেলালেন তৃণমূলের বিধায়ক অরুনাভ সেন।

আজ সকালে বিজেপি সমর্থক ঘরছাড়া ওই পরিবার গুলিকে এলাকায় নিয়ে আসেন। তাদের হাতে ত্রিপল, কম্বল প্রভৃতি ত্রান সামগ্রী সহ আর্থিক সাহায্য তুলে দেন অরুনাভ বাবু। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শে বিভিন্নতা থাকতেই পারে। কিন্তু তারজন্য এলাকায় অশান্তি ছড়ানোকে সমর্থন করা হবে না, তা যে-ই করুক। এলাকার বিজেপি বিধায়ক শাসক দলের এই উদ্যোগে খুশি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.