Header Ads

পশ্চিমবঙ্গের বুকে তাদের ২০০তম স্টোরের উদ্বোধন করল সস্তাসুন্দর।

নজরবন্দি,শুভব্রত মুখার্জিঃ একছাদের নীচে জামা কাপড়,এফএমসিজি প্রোডাক্ট,খাবার জিনিস,ঘর সাজানোর জিনিসকে যেমন শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে আমরা পেয়ে থাকি তেমনই আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে প্রয়োজনীয় জিনিসপত্রের এক "শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোর"

সস্তাসুন্দর হেলথবাডি সম্প্রতি পশ্চিমবঙ্গের বুকে তাদের ২০০ তম স্টোরের উদ্বোধন করল বর্ধমানের কালনা শহরে। সমুদ্রপাড়ের গঙ্গাসাগর থেকে পাহাড়ের কোলে দার্জিলিং সর্বত্রই এখন সস্তাসুন্দর হেলথবাডির উজ্জ্বল উপস্থিতি। পশ্চিমবঙ্গের ২২ টি জেলায় ২০০ টি হেলথবাডির প্রায় ৬.৫ লক্ষ রেজিস্টার্ড গ্রাহককে ফার্মাসিস্ট দিয়ে পার্সোনাল কেয়ার নেওয়া থেকে শুরু করে হোম ডেলিভারি,পিক আপ সবকিছুতেই কাস্টমাইডজ গ্রাহক পরিষেবা দিতে বদ্ধপরিকর সস্তাসুন্দর হেলথবাডি।

হেল্থবাডির প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান বিএল মিত্তাল জানালেন " আমরা এই আর্থিক বর্ষে আর ও ১০০ টির মতন হেল্থবাডির আউটলেট খোলার লক্ষ্যমাত্রা রেখেছি। সস্তায় ভালোমানের ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.