ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন বাস্তব রায়
শুভব্রত মুখার্জি,নজরবন্দি: বাস্তব রায়কে নতুন মরশুমের জন্য কোচ হিসেবে বেছে নিলো ইস্টবেঙ্গল৷ ২০১৮-১৯ মরশুমে লাল-হলুদের কোচ হিসেবে সরকারীভাবে বাস্তবের নাম ঘোষণা করলেন কর্তারা৷ কলকাতা লিগ ও আই লিগে টিডি সুভাষ ভৌমিকের সঙ্গে কাজ করবেন তিনি।
কলকাতা লিগের জন্য এই মুহূর্তে কোনও গোলকিপার কোচ নিয়োগ করছে না ইস্টবেঙ্গল৷ টিডি সুভাষ ভৌমিক ও সহকারী কোচ রঞ্জন চৌধুরি সেই দায়িত্ব নেবেন৷ ১ জুন থেকে ঘরোয়া লিগের জন্য প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ। বিদেশিরা ১৫জুনের পর যোগ দেবেন৷
কলকাতা লিগের জন্য এই মুহূর্তে কোনও গোলকিপার কোচ নিয়োগ করছে না ইস্টবেঙ্গল৷ টিডি সুভাষ ভৌমিক ও সহকারী কোচ রঞ্জন চৌধুরি সেই দায়িত্ব নেবেন৷ ১ জুন থেকে ঘরোয়া লিগের জন্য প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ। বিদেশিরা ১৫জুনের পর যোগ দেবেন৷
No comments