Header Ads

আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেলের দাম! মধ্যবিত্তের মাথায় হাত।

নজরবন্দি ব্যুরোঃ গত ৯ দিনে তেলের দাম চড়চড় করে বেড়েছে। যাদের গাড়ি আছে তারা তো বটেই, এমনকি ট্যাক্সি কিংবা অন্যান্য যানবাহনে চড়তে গেলেও বিপাকে পড়ছেন মানুষ।

বিগত ৯ দিনে প্রতি দিন পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি লিটারে ২০ থেকে ৩০ পয়সা করে বেড়েছে। পেট্রোলের দাম লিটারে কলকাতায় ২.২১ টাকা, চেন্নাইতে ২.৩৬ টাকা, দিল্লিতে ২.২৪ টাকা। ডিজেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে।

২০১৪ সালের পর এভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি কখনো। এর কারণ হিসেবে হিসেবে বলা হয়েছে একদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সেইসাথে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম পড়ে যাওয়া। এর জেরেই দ্রুত গতিতে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।

তবে এবিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পেট্রোলিয়ামের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।খুব তাড়াতাড়ি সমাধান সূত্র বের করা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.