Header Ads

ঘাড়ে চোটের কারণে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না বিরাট!

নজরবন্দি ব্যুরোঃ ঘাড়ে চোটের কারণে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

গত ১৭ মে বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন কোহলি। চোট সারাতে তিন সপ্তাহ রিহ্যাবিলিটেশনে থাকতে হবে কোহলিকে। এরপর আগামী ১৫ জুন তাঁর ফিটনেস পরীক্ষা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে খেলতে পারবেন কিনা। জুলাইয়ের গোড়ায় টি ২০ ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরু হবে ভারতীয় দলের।

সেই সিরিজের প্রস্তুতির জন্য সার সিসিসি-র হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার কথা ছিল কোহলির।কিন্তু তা আর হলনা। বিভিন্ন সূত্রে দাবি করা হয় যে, স্লিপ ডিস্ক ধরা পড়েছে কোহলির। কিন্তু এক আধিকারিক ব্যাখ্যা দিয়ে বলেছেন, কোহলির যেটা ধরা পড়েছে, তা ঘাড়ের সমস্যা, স্লিপ ডিস্ক নয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.