Header Ads

ছাপ্পা রোখার চেষ্টার 'অপরাধে' জুটলো জুতোর মালা, সাথে ৩০০ বার কান ধরে ওঠবস।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের দিন অবাধে চলছিল ছাপ্পা। তার প্রতিবাদ করেছিলেন মেদিনীপুর সদর ব্লকের চার নং কঙ্কাবতী এলাকার বাগডুবি গ্রামের এক মহিলা। আর সেই 'অপরাধে' নির্বাচনের ফল প্রকাশের পর তাকে জুতোর মালা পড়িয়ে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠলো।

এলাকার বিজেপি নেতা সুজয় দাস জানান, নির্বাচনের দিন ব্যাপক হারে ছাপ্পা ভোট দিচ্ছিলো তৃণমূল। সেই কাজে বাধা দেন ওই মহিলা। সেই কারণে ভোটের ফল প্রকাশের পর তাকে জুতোর মালা পড়িয়ে সারা গ্রামে ঘোরানো হল। এমনকি বাগডুবি তৃণমূল পার্টি অফিসের সামনে তাকে ৩০০ বার কান ধরে ওঠবস করানো হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় ফের প্রকাশ্যে নির্বাচন পরবর্তী অত্যাচার।

এই ঘটনার পর নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন ওই মহিলা। থানায় অভিযোগ জানাতেও ভয় পাচ্ছেন তিনি। বিজেপির তরফে বলা হয়েছে, দলীয় ভাবে এর ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.