Header Ads

টলিউডে আসছে পিসি সরকার জুনিয়ারের বায়োপিক।

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে আসছে পিসি সরকার জুনিয়ারের বায়োপিক। হ্যাঁ এটাই খবর। ছবিটি পরিচালনা করবেন 'গুলাব গ্যাং' খ্যাত বলিউড পরিচালক সৌমিক সেন।বলিউডে যখন একের পর এক বায়োপিক হচ্ছে তখন তলিউডে তা হচ্ছে না।

এবার সেই কাজটি করতে চলেছেন সৌমিক সেন। তবে পিসি সরকার জুনিয়ারের বায়োপিকে কে থাকবেন , তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি।আপাতত পরিচালক ব্যস্ত রয়েছেন 'মহালয়া' ছবিটি নিয়ে। এরপরই শুরু করবেন পিসি সরকার জুনিয়ারের বায়োপিকের কাজ। শোনা যাচ্ছে, সোনারপুর ও কলকাতা জুটি জায়গাতেই শ্যুটিং হবে পিসি সরকার জুনিয়ারের বায়োপিকের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.