বাংলা ছবির জন্য বড় খবর। দেবের হাত ধরে এবার অন্য ভাষাতেও মুক্তি পাবে বাংলা ছবি।
নজরবন্দি ব্যুরোঃ
কবির হোক বা ককপিট, প্রত্যেক ছবিতে কোনও না কোনও রকমের নতুনত্ব
রাখতে চান প্রযোজক-অভিনেতা দেব। সেই জন্য আগামী ছবি হইচই আনলিমিটেডের শুটিং স্পট
হিসেবে বেছে নিয়েছিলেন উজ়বেকিস্তানকে। এবার সেই দেশের সঙ্গেই নতুন চুক্তিতে আবদ্ধ
হলেন প্রযোজক দেব।
বৃহস্পতিবার এক পাঁচাতারা হোটেলে উজ়বেকিস্তান সরকারের
প্রতিনিধিদের সামনে এই চুক্তি সই করে দু’পক্ষ। জানা গেছে, রাশিয়া, উজ়বেকিস্তান সহ বেশকিছু দেশের ভাষায় দেবের এই
ছবিটি মুক্তি পাবে।বাংলা ছবির জন্য খুব বড় খবর হল এবার দেবের আগামি ছবি হইচই আনলিমিটেড শুধু বাংলা তে নয় এবার রাশিয়া, উজ়বেকিস্তান সহ বেশকিছু দেশের ভাষায় দেবের এই ছবিটি মুক্তি পাবে। বৃহস্পতিবার উজ়বেকিস্তান সরকারের প্রতিনিধিদের সামনে এই চুক্তি সই করে দু’পক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অর্ণ মুখার্জি, সংগীত পরিচালক স্যাভি, পরিচালক অনিকেত চ্যাটার্জি ও উজ়বেকিস্তানের ফার্স্ট ডেপুটি জেনেরাল ডিরেক্টর অফ ন্যাশনাল উজ়বেকিনো সুখরাত রিজ়েভ, হেড অফ ইন্টারন্যাশনাল রিলেসন ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল এজেন্সি উজ়বেকিনো গলিব নেমাটোভ ও অভিনেত্রী লোলা এলটাইবা।মাসখানেক আগে উজ়়বেকিস্তান থেকে ঘুরে এসেছেন দেব।
হইচই আনলিমিটেডের আগে একমাত্র ভারতীয় ছবি আলিবাবা চালিশ চোরের শুটিং ওই দেশে হয়েছিল। সেখানকার মানুষ রাজ কাপুর ও মিঠুন চক্রবর্তীর বড় ভক্ত। দেবের কথায়, “এমন নয় যে সেখানে ছবিটির শুধু শুটিং হবে। ছবিটি রাশিয়া, টার্কি ও উজ়বেকিস্তানে রিলিজ়ও হবে। ক’দিন আগে ওখানে গিয়েছিলাম অনিকেতদার সঙ্গে। কী সুন্দর জাগয়া। ওখানে গিয়ে একটা বিষয় দেখলাম, সেটা হল ওখানে রাজ কাপুর ও মিঠুনদা খুব ফেমাস। কোনও একভাবে আমাদের শুরুটা করতেই হত। যেভাবে চিনে বলিউডের ছবি ব্যবসা করছে। সেভাবে এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের সবাইকে দেখতে হবে কীভাবে বাংলা ছবিকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়। সারা বিশ্বে বাংলা ছবি ছড়িয়ে দিতে হবে।”
কোন মন্তব্য নেই