ইসিএলের সদর দপ্তরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল কংগ্রেস।
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে ইসিএলের সদর দপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়৷তাদের দাবির মধ্যে অন্যতম —স্থানীয়দের চাকুরীর ব্যবস্থা করতে হবে৷
স্থায়ী চাকুরীর ব্যবস্থা না হলেও অন্তত ক্যাজুয়েল স্টাফ বা ঠিকা শ্রমিকের চুক্তিতে তাদের নিযুক্ত করতে হবে৷এছাড়াও সিএসআরের সুবিধাগুলি যাতে পেতে পারে সে বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে৷বিক্ষোভ শেষে কংগ্রেসের পক্ষ থেকে ইসিএল কর্তৃপক্ষের হাতে এ বিষয়ে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়৷
কোন মন্তব্য নেই