Header Ads

ভোট দিয়ে দেবে 'উন্নয়ন' কর্মীরা, জনগণ নন! পঞ্চায়েতে নিদান কেষ্টর।


নজরবন্দি ব্যুরোঃ গুড়-বাতাসা আর ঠাণ্ডা জলের ঐতিহ্য বজায় রেখেছে অনুব্রত মণ্ডলের বীরভূম। পঞ্চায়েত নির্বাচনের আগেই বেশিরভাগ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এসেছে। মোট ১৯টি-র মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতি এবং ১৬৭টি-র মধ্যে ১৪০টি গ্রাম পঞ্চায়েত নিজেদের কব্জায় এনেছে শাসক দল। লড়াই হবে শুধুমাত্র ময়ুরেশ্বর, মহম্মদবাজার এবং রাজনগরে।
সেখানেও 'উন্নয়ন'এর ওপর ভর করে জয়ের ব্যবস্থা করে ফেললেন অনুব্রত মণ্ডল। সাংবাদিক বৈঠকে কোনো রাখঢাক না করেই কেষ্টর নিদান, যে কটা জায়গায় নির্বাচন হবে সেখানেও ভোট দেবেন তৃণমূল কর্মীরা, সাধারণ মানুষ নন। তিনি বলেন, ভোটের দিন অন্ধ, বয়স্ক বা হাঁটতে পারেন না- এরকম ব্যক্তিদের বুথে নিয়ে যাবে আমাদের কর্মীরা। তাদের হয়ে ভোটও দিয়ে দেবেন আমাদের কর্মীরাই।
অনুব্রতর এই মন্তব্যের পরেই বিদ্রুপ করতে ছাড়েননি বিরোধী রাজনৈতিকরা। তাদের বক্তব্য, "তৃণমূল যদি সাধারণ মানুষের হয়ে ভোট দিয়ে দেয় তাহলে আর ভোটের কি দরকার? গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা তুলে দিলেই তো হয়।" তবে তাতে যে বিন্দুমাত্র বিচলিত নন কেষ্ট তা বেশ বুঝিয়ে নিয়েছেন হাবভাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.