Header Ads

মনোনয়নে ব্যাপক তৃণমূলী সন্ত্রাসের জের! এবার আদালত স্তব্ধ করে দিলেন আইনজীবীরা।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দ্বিতীয় দফায় ব্যাপক সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ওঠে রাজ্য জুড়ে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
এবার মনোনয়ন-সন্ত্রাসের প্রতিবাদে এবং সেই সাথে পুলিশি নিষ্ক্রিয়তা অভিযোগে আদালত স্তব্ধ করে দেওয়ার কথা ঘোষনা করলো রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। 

বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী প্রদ্যুৎ কুমার মুখার্জি গত সোমবার রামপুরহাট ১ নং ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যান।
তখন তাকে শাসক দলের দুষ্কৃতীরা মারধোর করে বলে দাবি করেন বিদ্যুৎ বাবু। ৫ জনের নামে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আগামি ১ মে পর্যন্ত আদালতে কর্মবিরতির ঘোষনা করলেন রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.