সংগঠন নেই! তৃণমূল জমানাতে পঞ্চায়েতে প্রার্থীই দিতে পারলো না শাসক দল। এও সম্ভব?
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ পঞ্চায়েত
ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে লাগাম হীন সন্ত্রাসের
অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারলো না খোদ
শাসক দল। অবাক করার মতো হলেও ঘটনাটা সত্যি। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারলো না ভগবানপুর
১ নম্বর ব্লকের গোপীনাথপুর দক্ষিণ গ্রামসভাতে।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের
গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথপুর দক্ষিণ গ্রামসভাতে এবার নির্বাচন
হচ্ছে ত্রিমুখী। লড়াইয়ে রয়েছে সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেস। আশ্চর্যজনক ভাবে
তৃণমূলের কোনো প্রার্থী নেই সেখানে। এলাকা বাসীর দাবি, ওই এলাকায় তৃণমূলের কোনো
চিহ্নই নেই। আর সেই কারণেই প্রার্থী দিতে পারেনি সংগঠন হীন শাসক দল।
তবে ভগবানপুর ব্লক তৃণমূলের সভাপতি মদন মোহন
পাত্র দাবি করেছেন, ওই একটি আসনে কংগ্রেসের সঙ্গে মৌখিক জোট হয়েছে
তৃণমূলের। যদিও সেই কথা সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের দাবি,
এরকম কোনো জোট তৃণমূলের সাথে তাদের হয়নি। প্রার্থী না দিতে পারার লজ্জা ঢাকতেই এসব
বলছে তৃণমূল, দাবি কংগ্রেস নেতৃত্বের।
Loading...
কোন মন্তব্য নেই