Header Ads

আজ শচিনের জন্ম দিন।


নজরবন্দি ব্যুরোঃ  আজ ৪৫ বছরে পা দিলেন  কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর তাঁর জন্মদিনে সুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াই।তাঁর জন্ম দিনে বীরেন্দ্র সেওয়াগ টুইটে সচিনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, তিনি শুধু একজন ক্রিকেটার নন, সেওয়াগের দুনিয়াও এই মাস্টার ব্লাস্টার। বীরুর মতে 'ব্যাটকে অস্ত্রে পরিণত করেছেন সচিনই' ওয়ানডে ক্রিকেটে তাঁর অন্যতম পার্টনারের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেছেন সৌরভ গাঙ্গুলিও। কব্জির কারিগর ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "প্রিয় সচিন, জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা। তুমি সবসময়ই আমাদের অনুপ্রেরণা ছিলে এবং আগামীতেও থাকবে। অবসরের পরও তুমি যেভাবে দেশ দশের জন্য কাজ করছো, তা শিক্ষণীয়। তোমার সাফল্য কামনা করি।২২ গজের বাইরেও ভারতরত্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের দুই তারকা শাটলার সাইনা নেওয়াল এবং পিভি সিন্ধু-সহ শুটার অভিনব বিন্দ্রা, কুস্তিগীর সুশীল কুমার  নজরবন্দির পক্ষ থেকেও রইল তাঁর জন্মদিনে শুভেচ্ছা।“HAPPY BIRTH DAY”-SACHIN

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.