তৃণমূল নিয়ে মাত্রা ছাড়ালেন গেরুয়া রাহুল।
নজরবন্দি ব্যুরো: রাজ্যের
মুখ্যমন্ত্রী এতদিন চিৎকার করে বলতেন, নির্বাচন শীতের সময় করতে হবে।কেন শীতে করতে হবে ? তৃণমূলের লোকজন তো আগে ভিখারি ছিল। বর্তমানে
পঞ্চায়েতে চুরি করে রাতারাতি এসি ওয়ালা বাবু হয়ে গেছে। ওদের এখন গরমে কষ্ট হয়। তাই
ওরা শীতে নির্বাচন চায়।
গত কাল গড়বেতার আমলাশুলিতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রীকে এই ভাবে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির স্তম্ভ রাহুল সিনহা। রাহুল-বাবু বলেন, “১, ৩ ও ৫ মে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। কিন্তু, নির্বাচন ঠিক কখন হবে তা এখনও কেউ জানেনা। সবকিছু নির্ভর করছে আদালতের রায়ের উপর। তৃণমূল আদালতে চিৎকার করছে।
অবস্থা এমন পর্যায়ে গেছে, তৃণমূলের আইনজীবী কল্যাণবাবু হাইকোর্টের বিচারপতিকে বলছেন, "হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে না।” বিচার করার অধিকার কার আছে কল্যাণবাবু ? এই প্রশ্ন করলেই বললে হয়ত বলবে দিদি আছে। দিদি শীতে নির্বাচন করাতে চায়, তাহলে গোটা শীতটা চলে গেল, দিদি কোথায় ছিলেন। গরমের সময় নির্বাচন কেন ? কারণ পরিষ্কার। রামচন্দ্রের ভয়।এই বুঝি রামচন্দ্র ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এল।শূর্পণখার বুঝি নাক কাটা গেল।”
গত কাল গড়বেতার আমলাশুলিতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রীকে এই ভাবে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির স্তম্ভ রাহুল সিনহা। রাহুল-বাবু বলেন, “১, ৩ ও ৫ মে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। কিন্তু, নির্বাচন ঠিক কখন হবে তা এখনও কেউ জানেনা। সবকিছু নির্ভর করছে আদালতের রায়ের উপর। তৃণমূল আদালতে চিৎকার করছে।
অবস্থা এমন পর্যায়ে গেছে, তৃণমূলের আইনজীবী কল্যাণবাবু হাইকোর্টের বিচারপতিকে বলছেন, "হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে না।” বিচার করার অধিকার কার আছে কল্যাণবাবু ? এই প্রশ্ন করলেই বললে হয়ত বলবে দিদি আছে। দিদি শীতে নির্বাচন করাতে চায়, তাহলে গোটা শীতটা চলে গেল, দিদি কোথায় ছিলেন। গরমের সময় নির্বাচন কেন ? কারণ পরিষ্কার। রামচন্দ্রের ভয়।এই বুঝি রামচন্দ্র ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এল।শূর্পণখার বুঝি নাক কাটা গেল।”
Loading...
কোন মন্তব্য নেই