Header Ads

টাকা তোলার ক্ষেত্রে নতুন সুবিধা নিয়ে এল এস বি আই


 
নজরবন্দি ব্যুরোঃ এটিএম-এ চলছে নোটের আকাল। আমাদের রাজ্যেও অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এই সমস্যা সমাধানের জন্য এবার  ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)-এর ডেবিট কার্ড ব্যবহার করে পয়েন্ট অব সেলবা পিওএস থেকে টাকা নতুন উপাই। 
বর্তমানে, এসবিআই সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কোনো ফি বা চার্জ ছাড়াই পিওএসের মাধ্যমে নগদ তোলার ব্যবস্থা করেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, “এসবিআইয়ের ডেবিট কার্ড হোল্ডার এবং অন্য সব ব্যাঙ্কের গ্রাহকরা বিভিন্ন এলাকায় পিওএস থেকে নিজের ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারেনসহজ উপায়ে নগদ তোলার জন্য সর্বাধিক সংখ্যক লোকের কাছে পৌঁছাতে এবং সুবিধা প্রদান করতে, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, দেশের বৃহত্তম ব্যাঙ্ক এই অর্থ সরবরাহ করছে নগদ @ পিওএসউদ্যোগের মাধ্যমে। 
এখন এসবিআইয়ের ৪,৭৮ লক্ষ পিএএসের মাধ্যমে এই পরিষেবা দেবেতবে ৩ থেকে ৬ স্তরের তালিকাভুক্ত শহরে দৈনিক ২০০০ টাকা এবং ১ থেকে ২ স্তরের শহরের জন্য দৈনিক ১০০০ টাকা তুলতে পারবেন গ্রাহকেরা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.