Header Ads

আদালতের সমস্যা তো মিটলো! এবার কি হবে শিক্ষক নিয়োগ?


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমাগত বাড়ছে বেকারের সংখ্যা। প্রতি বছর অসংখ্য তরুন তরুণী পাশ করে মিশে যাচ্ছেন বেকার তালিকায়। শিক্ষক নিয়োগ সমস্যা এক্ষেত্রে অন্যতম। প্রায় ছ'বছর ধরে বন্ধ রাজ্যে শিক্ষক নিয়োগ। চাকরির পরীক্ষায় দিয়ে পাশ করে বসে রয়েছেন শিক্ষক পদপ্রার্থীরা। অথচ মেলেনি নিয়োগপত্র।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃত অনীহা দেখেচ্ছে রাজ্য সরকার। আর সেই কারণেই ঝুলে রয়েছে সমগ্র নিয়োগ প্রক্রিয়া, অভিযোগ চাকরি প্রার্থীদের। একাধিক বার বিক্ষোভ আন্দোলনে নেমেছেন হবু শিক্ষকরা। আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে শীঘ্র নিয়োগ করে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। নিয়োগ না করার কারণ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, হাইকোর্টের আইনজীবীদের কর্মবিরতি।
আইনি জটিলতা এবং সেই সাথে আদালতে আইনজীবীদের কর্মবিরতির ফলে মামলার অগ্রগতি হচ্ছে না, এই অজুহাত রাজ্য সরকারকে দিতে দেখা গেছে আগে। এবিষয়ে উল্লেখ্য, একথা ঠিক যে হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতি চলছিল। তবে টানা ৩৬ দিন পর আজ সেই কর্মবিরতি উঠে গিয়ে আবার স্বাভাবিক হল কোর্ট। তাই বলা যেতেই পারে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার অগ্রগতিতে আর কোনো বাধা রইলো না। চাকরি প্রার্থীদের প্রশ্ন, এবার তো আর কোনো বাধা নেই। তাহলে এবার কি দ্রুত নিয়োগের পথে হাঁটবে সরকার?
সত্যিই কি হবু শিক্ষকদের সমস্যার সমাধান হবে এবার? নাকি এরপরেও নতুন কোনো অজুহাত দেখিয়ে ফের অনিশ্চিত করে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া? প্রশ্ন রাজ্যের অসংখ্য শিক্ষক পদপ্রার্থীদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.