বিজেপি প্রার্থীকে জোর করে মনোনয়ন তোলানোর অভিযোগ।
নজরবন্দি ব্যুরো: মনোনয়ন পত্র উঠিয়ে নেওয়ার শেষ দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় এবার বিরোধীদলের প্রার্থীকে অপহরণ করবার অভিযোগ উঠল। অভিযোগের তির যথারীতি শাসক দলের দিকে।
গত কাল রাত্রে অপহরণ করা হয় বিজেপির মহিলা প্রার্থীকে।
পরে তাঁকে ভয় দেখিয়ে মনোনয়ন পত্র তুলিয়ে নেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাউল এলাকায়।
জানা গিয়েছ, মনোনয়ন পত্র জমা দেবার পর থেকে শাসক দলের হুমকির মুখে পড়ে ঘর ছেড়ে বিজেপির দলীয় অফিসে আশ্রয় নেওয়া মহিলা ও পুরুষ সহ প্রায় ৩২ জন প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
আজ দুপুরে বালুরঘাটে বিজেপির দলিয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন। তবে শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
গত কাল রাত্রে অপহরণ করা হয় বিজেপির মহিলা প্রার্থীকে।
পরে তাঁকে ভয় দেখিয়ে মনোনয়ন পত্র তুলিয়ে নেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাউল এলাকায়।
জানা গিয়েছ, মনোনয়ন পত্র জমা দেবার পর থেকে শাসক দলের হুমকির মুখে পড়ে ঘর ছেড়ে বিজেপির দলীয় অফিসে আশ্রয় নেওয়া মহিলা ও পুরুষ সহ প্রায় ৩২ জন প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
আজ দুপুরে বালুরঘাটে বিজেপির দলিয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন। তবে শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই