আজ দলে নেই ডুডু! তাঁর চোট নিয়ে উঠছে নানা প্রশ্ন!
নজরবন্দি ব্যুরোঃ আর কিচ্ছুক্ষণের মধ্যে শুরু হবে সুপার কাপের ফাইনাল।
মুখোমুখি হবে লালহলুদ আর ব্যাঙ্গালুরু এফ
সি। ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে সুধু ইস্টবেঙ্গল সমর্থকরা নন। সমস্থ বাংলার ফুটবল
প্রেমী মানুষ। সবাই চাই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল যেতে। আর ফুটবলে বাংলার মুখ
উজ্জ্বল হয়।
কিন্তু যাদের উপর বাংলার সম্মান দাঁড়িয়ে আছে তাঁদের অবস্থা ঠিক কেমন?
সূত্রের খবর আজ ইস্টবেঙ্গলর প্রথম একাদশে নেই ডুডু। তাঁর নাকি চোট? খেলতে পারবেন
না তিনি। কিন্তু প্রশ্ন উঠছে কতটা গুরুতর চোট ডুডুর? না কি অন্য কনো কারণ আছে তাঁর
না খেলার? এফ সি গোয়ার সাথে খেলার সময় ডুডু কে নিয়ে ঝামেলা হয়েছিল সুভাষ ও খালিদের
মধ্যে। ডুডু কে তুলে নেওয়া নিয়ে নাকি সুভাষ অকথ্য ভাসাতে গালিগালাজ করেছিলেন খালিদ
কে। তার পর ডুডু গোল দিয়ে মাঠের বাইরে চলে যান।
সুত্র বলছে সেদিন ডুডু চরম অপমানিত
হয়ে কান্নাকাটি করেছিলেন স্টেডিয়ামের বাইরে। আর আজ ম্যাচে ডুডু খেলছেন না। গত কাল
এক সংবাদ পত্র কে দেওয়া ইন্টারভিউ তে তিনি বলেছিলেন খেলতে গিয়ে বড় চোট লাগলে ইস্ট
বেঙ্গল কি দেখবে আমাই? এই সব ঘটনায় উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। তাহলে কি ডুডুর চোট
যতটা বলা হচ্ছে ততটা কিছু নয়? তবে কি তিনি সেদিনের অপমানের বদলা নিতে আজ খেলবেন
না? না কি কোচ আর টি ডির ঝামেলার ফল ভোগ করছেন ডুডু? এই সব কিছু কাটিয়ে আজ মাঠে
কতটা ভালো খেলবেন লাল-হলুদ? সংশয়ে সমর্থকরা।
কোন মন্তব্য নেই