পাওয়ার ব্যাঙ্কে মাটি ভরে বিক্রির অপরাধে গণধোলাই ভ্রাম্যমান যুবক কে!
রবীন প্রামাণিক, আসানসোলঃ ঘটনাটি ঘটে কুলটি নিয়ামাতপুর অঞ্চলের নিউরোড সংলগ্ন এলাকায়৷শুক্রবার সকালে নিউরোড সংলগ্ন এলাকায় এক ভ্রাম্যমান যুবক মোবাইল সংক্রান্ত উপকরণ ও পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করতে এলে,স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং নকল জিনিষ বিক্রির অভিযোগে বচসা শুরু হল৷
এরপর স্থানীয়রা ওই ভ্রাম্যমান যুবককে গণধোলাই দিতে শুরু করে৷স্থানীয়দের অভিযোগ ওই ভ্রাম্যমান যুবক গতকালও এই অঞ্চলে ফেরি করে গেছে৷আসলে জিনিষ ফেরি করার নামে সে জালিয়াতি করছে৷স্থানীয়দের কয়েক জনের কাছে যে পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করা হয়েছে,তার ভিতরে মাটি ভরা রয়েছে৷শেষ পর্যন্ত নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷স্থানীয়রা ওই ভ্রাম্যমান যুবককে পুলিশের হাতে তুলে দেয়৷
কোন মন্তব্য নেই