কেন হচ্ছে না নিয়োগ? প্রতিবাদের নতুন চেহারা নিয়ে বৃহত্তর আন্দোলনে হবু শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরোঃ যোগ্যতা রয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের ভবিষ্যতের রাস্তায় কোনো আলো দেখতে পাননি এরাজ্যের হবু শিক্ষকরা। মেলেনি চাকরি। এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। বারবার রাজ্য সরকারের কাছে করুন আর্তি জানিয়েও লাভ হয়নি কোনো। আর তাই এবার রাজ্যের সমস্ত এসএসসি চাকরি প্রার্থীরা একজোট হয়ে নতুন ভাবে এক ভিন্ন রকমের জেহাদ আন্দোলনে নামলেন।
দীর্ঘ ৬ বছর ধরে রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ। একাধিক সমস্যায় জর্জরিত নিয়োগ ব্যবস্থার গেরোয় আটকে অনিশ্চিত লক্ষ লক্ষ শিক্ষক পদপ্রার্থীর ভবিষ্যৎ। তাদের দুর্দশার কথা জানিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য বার আবেদন জানিয়েছেন নিয়োগের। কিন্তু তাদের করুণ জীবনের আর্তকন্ঠ পৌঁছয়নি মুখ্যমন্ত্রীর কাছে। একাধিক বিক্ষোভ-আন্দোলনও করেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাতেও ফল হয়নি কোনো। কাটেনি নিয়োগ জট। মেলেনি চাকরি।
তাই এবার প্রতিবাদের নতুন পথে চাকরি প্রার্থীরা। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের গাফিলতি এবং অনীহার প্রতিবাদে সমবেত ভাবে প্রতিবাদ জানাতে তৈরি স্কুল সার্ভিসের প্রার্থীরা। প্রতিবাদ স্বরূপ আজ অর্থাৎ ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রত্যেক চাকরি প্রার্থী নিজেদের প্রোফাইল পিকচার কালো করে রাখবেন। চাকরি প্রার্থীদের দাবি, যেহেতু তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই তাদের প্রতিবাদের রং-ও কালো।
দিনের পর দিন চাকরি হীন হয়ে বেকারত্বের যন্ত্রণা বহন করছেন রাজ্যের লক্ষাধিক চাকরি প্রার্থী। তাদের কথা কি এখনো ভাববেন না মুখ্যমন্ত্রী? তিনি তো রাজ্যের পালন-কর্তৃ। বিভিন্ন সমস্যায় মানুষ তাঁর কাছে গিয়ে সুবিচার পেয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুবিচার কি করবেন না তিনি? লক্ষাধিক চাকরি প্রার্থীর করুন চোখের জিজ্ঞাসু দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
দীর্ঘ ৬ বছর ধরে রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ। একাধিক সমস্যায় জর্জরিত নিয়োগ ব্যবস্থার গেরোয় আটকে অনিশ্চিত লক্ষ লক্ষ শিক্ষক পদপ্রার্থীর ভবিষ্যৎ। তাদের দুর্দশার কথা জানিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য বার আবেদন জানিয়েছেন নিয়োগের। কিন্তু তাদের করুণ জীবনের আর্তকন্ঠ পৌঁছয়নি মুখ্যমন্ত্রীর কাছে। একাধিক বিক্ষোভ-আন্দোলনও করেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাতেও ফল হয়নি কোনো। কাটেনি নিয়োগ জট। মেলেনি চাকরি।
তাই এবার প্রতিবাদের নতুন পথে চাকরি প্রার্থীরা। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের গাফিলতি এবং অনীহার প্রতিবাদে সমবেত ভাবে প্রতিবাদ জানাতে তৈরি স্কুল সার্ভিসের প্রার্থীরা। প্রতিবাদ স্বরূপ আজ অর্থাৎ ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রত্যেক চাকরি প্রার্থী নিজেদের প্রোফাইল পিকচার কালো করে রাখবেন। চাকরি প্রার্থীদের দাবি, যেহেতু তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই তাদের প্রতিবাদের রং-ও কালো।
দিনের পর দিন চাকরি হীন হয়ে বেকারত্বের যন্ত্রণা বহন করছেন রাজ্যের লক্ষাধিক চাকরি প্রার্থী। তাদের কথা কি এখনো ভাববেন না মুখ্যমন্ত্রী? তিনি তো রাজ্যের পালন-কর্তৃ। বিভিন্ন সমস্যায় মানুষ তাঁর কাছে গিয়ে সুবিচার পেয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুবিচার কি করবেন না তিনি? লক্ষাধিক চাকরি প্রার্থীর করুন চোখের জিজ্ঞাসু দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
Loading...
কোন মন্তব্য নেই