জিও-র কাছে আদালতে জোর ধাক্কা এয়ারটেলের।
নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এর সম্প্রচারে বিজ্ঞাপন মারফত প্রচার চালিয়ে বিধিভঙ্গ করছে এয়ারটেল ভারতী, জিও-র করা মামলা
পরিপেক্ষিতে এমনই জানালো দিল্লি হাইকোর্ট। বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিসক্লেইমার স্বচ্ছ
এবং বড় করে দিতে হবে, এয়ারটেলকে নির্দেশ
আদালতের। এয়ারটেলের বিরুদ্ধে
অস্বচ্ছতার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা করে জিও।
দাবি করা হয়, বিজ্ঞাপনী সম্প্রচারের
ক্ষেত্রে এয়ারটেল যে ভাবে ডিসক্লেইমার লেখার কথা ছিল সেভাবে লেখেনি। এক্ষেত্রে গত
১৩ এপ্রিল আদালত যে নির্দেশ দিয়েছিল তা অমান্য করছে এয়ারটেল ভারতী। এরপরেই সমস্ত বিজ্ঞাপন
খুটিয়ে দেখে বিচারপতি নির্দেশ দেন, বিজ্ঞাপনে ডিসক্লেইমারটি বড় এবং পরিস্কার ভাবে দিতে হবে। যেখানে আগে বলা হয় যে
'লাইভ ও ফ্রি অ্যাকসেস
অফার সেখানে লিখতে হবে 'শুধুমাত্র হটস্টারের
ক্ষেত্রে এই ফ্রি অফার প্রযোজ্য, বাকি ক্ষেত্রে উপভোক্তার ডেটা প্ল্যান অনুযায়ী টাকা কাটা হবে।'
Loading...
কোন মন্তব্য নেই