বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে যা বললেন সরোজ খান আগে কেও তা বলতে পারেননি!
নজরবন্দি ব্যুরোঃ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাতকারে বলিউডের ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় করিওগ্রাফার সরোজ
খান। তিনি বলেন “কাস্টিং কাউচ-এর মত ঘটনা সেই ‘বাবা আজমের’ যুগ থেকে চলে আসছে। সব জায়গাতেই মেয়েদের উপর কারও না কারও নজর থাকে। সে সরকারি কোনও কাজের জায়গা হোক, বা অন্য কোথাও। কিন্তু, সবাই সবক্ষেত্রে বলিউডকেই কাঠগড়ায় তোলে।
কেন সবাই সব সময় বলিউডকে দোষ দেয় বলেও প্রশ্ন তোলেন সরোজ খান। বলিউড তাঁদের পেটের ভাত যোগায়, তাই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁদের ‘বাবা-মা’ বলেও মন্তব্য করেন”। তিনি আরও বলেন “যখন কাস্টিং কাউচের বিষয়টি সামনে আসে, তখন সবকিছু নির্ভর করে মেয়েটির উপর। সে কী করতে চাইছে, তার উপরই নির্ভর করে সবকিছু। কে নিজেকে বিক্রি করবে, না করবে না, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে বলেও মন্তব্য করেন বলিউডের ওই জনপ্রিয় করিওগ্রাফার।
তাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সব সময় দোষারোপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, বলিউডে কেউ ‘ধর্ষণ’ করে তাঁকে ঠকায় না, ভাতের জোগাড় করে দেয় বলে বিস্ফোরক মন্তব্য করেন সরোজ খান”। তিনি অনেক পুরনো
করিয়ো গ্রাফার তাই অনেক নায়িকার সাথে কাজ করেছেন তিনি। কিন্তু তার কথাতে কার দিকে
এঙ্গিত করেছেন তা স্পষ্ট নয়।
Loading...
কোন মন্তব্য নেই