Header Ads

ভাঙরে ফের বিরোধীদের মনোনয়ন গৃহীত হবে। আদালতের রায়ে চাপে তৃণমূল।


নজরবন্দি ব্যুরোঃ গতকাল পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল গোটা রাজ্য। একাধিক জায়গায় বিরোধী প্রার্থীদের নমিনেশন জমা দিতে বাধা সৃষ্টি করে তৃণমূল দুষ্কৃতীরা, অভিযোগ ওঠে। ফের বিরোধীরা আদালতের দ্বারস্থ হলে অবশেষে তাদের নমিনেশন গ্রহণ করা এবং তাকে মান্যতা দেওয়ার কথা জানায় আদালত।
পঞ্চায়েত মামলার আদালতে রায় ঘোষণার পর গতকাল ফের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন ঘোষণা করা হয়। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। তৃণমূলী তাণ্ডবের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন বিরোধীরা। কোথাও বা উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। একই চিত্র দেখা যায় ভাঙরে। মনোনয়ন জমা দিতে গেলে বাধা সৃষ্টি করা হয় তাদের ওপর। এই অবস্থায় বিরোধীরা ফের আদালতে গেলে আদালত জানায়, ভাঙরের ৯ জন প্রার্থীরই মনোনয়ন গ্রহণ করা হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.