পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬, মৃত ১।
নজরবন্দি, আসানসোলঃ ঘটনাটি ঘটেছে
জামুড়িয়া অঞ্চলের তপসী মোড়ে। জানা গিয়েছে, বহুলা থেকে মা দিপালী
সরকারকে ডাক্তার দেখাতে একটি মারুতি গাড়িতে আসানসোলে আসছিলেন জয়ন্ত সরকার। সঙ্গে
ছিলেন স্ত্রী সুদেষ্ণা ও শিশুপুত্র শুভজিত।
জয়ন্ত সরকার জানিয়েছেন,
পাড়ার দুই দাদাও ছিলেন ওই গাড়িতে। পথে তপসী এলাকায় একটি বেপরোয়া ভাবে চলা ডাম্পার
মুখোমুখি ধাক্কা মারে ওই মারুতি গাড়িটিকে। ঘটনায় গাড়িতে থাকা জয়ন্ত বাবু, তার মা, স্ত্রী, শিশু সহ বাকি
দুজন যাত্রীও আহত হয়েছেন। যার মধ্যে জয়ন্ত বাবুর স্ত্রী ও বাকি দুই যাত্রীকে
গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হলে
সেখানে মৃত্যু হয় স্ত্রী সুদেষ্ণা দেবীর৷ আসানসোল জেলা হাসপাতালে বাকিদের ভর্তি
করা হয়েছে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে।
Loading...
কোন মন্তব্য নেই