Header Ads

নবান্নের নির্দেশে সমস্যায় রাজ্যের কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার।

নজরবন্দি ব্যুরো : রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের উর্দির রং কি হবে, তা নিয়ে রাজ্যের প্রত্যেক জেলায় নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। ওই নির্দেশিকায় উল্লেখ করা  হয়েছে, প্রতিটি জেলায় সিভিক ভলান্টিয়ারদের এখন থেকে হাল্কা নীল জামা ও ডার্ক ব্লু প্যান্ট পরতে হবে। এই নির্দেশিকা আপাতত পৌঁছেছে পূর্ব মেদিনীপুর সহ আরও কয়েকটি জেলাতে। আর এই নির্দেশিকার জেরে সমস্যায় পড়েছেন এই রাজ্যের কয়েক হাজার সিভিক ভলান্টিয়াররা।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০ এপ্রিলের মধ্যে নতুন পোশাক তৈরি করতে হবে।  সিভিক ভলান্টিয়াররা জানিয়েছেন, কয়েক মাস আগেই কিছু জেলাতে স্থানীয় থানার নির্দেশে হলুদ জামা ও কালো প্যান্ট তৈরি করেছেন তাঁরা। সেজন্য খরচ হয়েছে প্রায় ১৪০০ টাকা। তাঁরা জানান, “ এই নতুন নির্দেশিকার ফলে সমস্যায় পড়েছি আমরা। এমনিতে আমাদের বেতন তো আপনারা জানেন। বেতনের টাকা জমিয়ে কয়েক মাস আগে নতুন উর্দি তৈরি করতে হয়ে ছিল। এখন আবার নতুন উর্দি তৈরি করতে বলা হচ্ছে।”

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বিভিন্ন থানা তাদের নিজেদের পছন্দমতো সিভিক ভলান্টিয়ারদের উর্দি তৈরির নির্দেশ দিত। কিন্তু, এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে। সব সিভিক ভলান্টিয়ারের এখন থেকে একই রঙের উর্দি পরতে হবে। এবার  থেকে নতুন সংযোজন, সব সিভিক ভলান্টিয়ারের মাথায় থাকবে টুপি এবং গলায় একটি ঝোলান বাঁশি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.