ভাগাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুলের।
নজরবন্দি ব্যুরো: একাধিক জায়গা থেকে শুধু ভাগাড় বের হচ্ছে। আর সেখান থেকে শকুনের খাবার বের হচ্ছে! মুখ্যমন্ত্রী এমন করেছেন ভাগাড়কেই একটা শিল্প করে দিয়েছেন। কোনদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলবেন ভাগাড়ও একটা শিল্প। এ এক আজব মুখ্যমন্ত্রী! সিঙ্গুরে এক জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।
মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের ছবি ধরা পড়েছিল। বিরোধীদের মারধরের পাশাপাশি বাড়ি-ঘর লুঠপাট করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে রাহুল বাবু বলেন, “ ওরা প্রার্থী দিতে দেব না, এ জিনিস আপনারা দেখেছেন নিজের চোখে। কারণ বামেরা এর সূত্রপাত করেছিল। আজ ওরা নীতির কথা বলছে। আর সিপিআই(এম)-এর ওই লোকগুলোই তো এখন দিদির খাতায় নাম লিখিয়েছে। দিদি কোনও নতুন গুণ্ডা তৈরি বানায়নি। এক সময় যারা সিপিআই(এম)-এর হয়ে ভোট লুট করত, তারাই এখন তৃণমূলের হয়ে ভোট লুট করছে!”
Loading...
কোন মন্তব্য নেই