Header Ads

দেবের ছবি থেকে বাদ মিমি। এলেন রুক্মিণী।


নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে অভিনেতা প্রযোজক দেবের ছবি কবির মুক্তি পেয়েছে। এবার তাঁর প্রযোজনায় পরবর্তী ছবি 'হইচই', যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে টলি পাড়ায়। তবে ছবি নিয়ে নয়, ছবির অভিনেত্রীকে নিয়ে। এই ছবিতে বেশ কিছু বড় স্টারকাস্ট আছে। ছবি পরিচালনা করবেন অনিকেত চট্টোপাধ্যায়। ছবির শুটিং হবে উজবেকিস্তান। এই ছবিতে কাজ করার কথা ছিল মিমি চক্রবর্তীর। কিন্তু সূত্রের খবর, মিমিকে সরিয়ে এই ছবিতে আসছেন দেবের প্রেমিকা রুক্মিণী। আর এই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। সবকিছু ঠিকঠাক হওয়ার পরেও কেন বাদ গেলেন মিমি? শুধুমাত্র দেব রুক্মিণীর প্রেমিক বলে? নাকি অন্য কিছু? যদিও দেব-মিমি এর আগেও একসাথে কাজ করেছেন যোদ্ধা ও শুধু তোমারই জন্য ছবিতে। এবিষয়ে পরিচালকের সঙ্গে কথা বললে অনিকেত বাবু জানান, তিনি এখনো বিষয়টি সম্পর্কে সেভাবে কিছু জানেন না। মিমিকে ফোন করলে তাঁর ফোন বেজেই গেছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.