পিছিয়ে গেল শুনানি। আটকে যাওয়ার সম্ভাবনা পঞ্চায়েত নির্বাচনের।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে
জটিলতার শেষ নেই। একাধিক মামলা করা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে।
আগামি ১৪ মে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আবার পিছিয়ে গেল
পঞ্চায়েত মামলার শুনানি।
প্রথমে পঞ্চায়েত ভোট ৩ দফায় করার বিষয়ে
পক্ষপাতী ছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তাতে অমত ছিল রাজ্য সরকারের। এরপরেই
হঠাৎ একদিনে গোটা রাজ্যে মনোনয়ন গ্রহনের কথা ঘোষণা করে কমিশন। এই ঘোষণার পরে
প্রশ্ন ওঠে হথাৎ একদিনে ভোট করার সিদ্ধান্ত কেন নেওয়া হল? একদিনে সারা রাজ্যে ভোট
হলে ভোটকর্মী ও রাজ্যের মানুষকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ দিতে পারবে
সরকার? এই সব প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম এবং পিডিএস। সুব্রত
তালুকদারের সিঙ্গল বেঞ্চে মামলা করা হয়।
কিন্তু বিচারক সুব্রত তালুকদারের জ্বর হওয়ায় আজ
শুনানি পিছিয়ে গেল। কাল এই মামলার শুনানি হবে। এদিকে পঞ্চায়েত মামলা এভাবে পিছিয়ে
যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামি ১৪ মে আদৌ পঞ্চায়েত নির্বাচন হবে তো রাজ্যে?
যদিও এই বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।
Loading...
কোন মন্তব্য নেই