Header Ads

লাগাম ছাড়া কথার জের বিপ্লব কে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী!


নজরবন্দিঃ মহাভারতের ইন্টারনেট আর সিভিল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে বসার পরামর্শ বিপ্লব দেবকে এবার ত্রিপুরা থেকে  দিল্লিতে যেতে হতে পারে  বলে খবর। তাঁর একের পর এক অস্বস্তিকর  মন্তব্যে বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ডেকে পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে।২ তারিখ বিপ্লব  এর দেখা করার কথা প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে। 

সম্ভবত তাঁকে বিবেচনা করে কথা বলার পরামর্শ দেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে আসা উচিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অন্যত্র চাকরি খুঁজুন। এ নিয়ে বিতর্ক হলে বিপ্লব ব্যাখ্যা দেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত না, তিনি বলেননি। শুধু বলেছিলেন, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারদের প্রশাসনিক অভিজ্ঞতা থাকে, তাই তাঁদের সিভিল সার্ভিসে আসা উচিত। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি এত কিছুর পরও আবার  স্বমেজাজে গতকাল তিনি ত্রিপুরার যুবক যুবতীদের পরামর্শ দিয়েছেন, সরকারি চাকরির চেষ্টা না করে গরুর দুধ দুইতে।
 তাঁর হিসেব, দুধের দাম লিটার পিছু ৫০ টাকা। স্নাতকদের তাই গরু কিনে দুধের ব্যবসা করা উচিত, এতে ১০ বছরে ১০ লাখ টাকা রোজগার হবে। সরকারি চাকরিতে কি আছে ছাই!এর আগেও তিনি ডায়ানা হেডেনের বিশ্বসুন্দরী হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, দাবি করেছেন, মহাভারতের যুগেও ইন্টারনেট প্রচলন  ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.