সুখবর! বাংলার নার্সরা এবার পাড়ি জমাবেন ব্রিটেনে!
নজরবন্দি ব্যুরোঃ কেরিয়ার
গড়ার জন্যে বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। এবার বাংলার নার্সরা পা বাড়াতে
চলেছেন বিদেশে। শুক্রবার কলকাতার চার্ণক নার্সিংহোম আর ইংল্যান্ডের হেলথ
কেয়ার বিজনেস সলিউশনের মধ্যে একটি মোউ চুক্তি হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুস বাখনেল।
তিনি বলেন, ইংল্যান্ডের
স্বাস্থ্য পরিষেবা বিশ্বের মধ্যে সেরা। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে ১.৭
মিলিয়ন লোক কাজ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এর সঙ্গে জড়িত রয়েছে। এদের
মধ্যে ভারতীয়দের সংখ্যা ১৮,০০০ হাজার। এর আগে কেরলে এই প্রকল্প চালু করা হয়েছে। এবার
সেই প্রকল্প বাংলায় শুরু হতে চলেছে। চার্নক নার্সিংহোমের এম.ডি প্রশান্ত শর্মা
বলেছেন, "এই রাজ্যে
প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের অভাব রয়েছে। আমাদের উদ্দেশ্য হল হেলথ সেক্টরে
উন্নতমানের নার্স প্রদান করা।"
অন্যদিকে ইংল্যান্ডের
হেলথ কেয়ার বিজনেস সলিউশনের সি.ই.ও মার্ক ফাউন্টেন বলেছেন, "আমরা ভারতীয় নার্সদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুযোগ সুবিধা প্রদানের জন্যে
তৈরি। ইতিমধ্যেই আমরা কেরলে এই কাজ শুরু করে দিয়েছি। বাংলায় উন্নতমানের নার্স
পাওয়ার বিপুল সম্ভাবনা আছে। যে সকল নার্সেরা আমাদের মানদন্ডের পরীক্ষায় পাস করতে
পারবেন তাঁরা ইংল্যান্ড এমনকি বিশ্বের নামী দামি হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত
হতে পারবেন। আমরা চার্ণক নার্সিং সলিউশনকে নিজেদের পার্টনার হিসেবে বেছে নিয়েছি। এখানকার
নার্সদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
ট্রেনিং পিরিয়ড সম্পন্ন করার পরে ব্রিটিশ সরকার এই নার্সদের ৩ থেকে ৪ বছরের জন্যে
ভিসা পারমিশনের ব্যবস্থা করে দেবে।"
Loading...
কোন মন্তব্য নেই