Header Ads

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মনোনয়ন জমা। নতুন অধ্যায়ের সূচনা ভাঙর আন্দোলনকারীদের হাত ধরে।


নজরবন্দি ব্যুরোঃ একবার নিষ্পত্তি হয়ে আবার পঞ্চায়েত মামলা গড়িয়েছে আদালতে। চলছে শাসক এবং বিরোধী শিবিরের জোর লড়াই। তার মাঝেই ভাঙর আন্দোলনকারীদের হাত ধরে নতুন অধ্যায়ের সূচনা হল রাজ্যে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মনোনয়ন জমা দেওয়া যায় এবং তা গৃহীতও হয়, পঞ্চায়েত ভোটে দেখিয়ে দিল ভাঙর।
গতকাল ভাঙরের জমি রক্ষা কমিটির ৯ জন সদস্য মনোনয়ন জমা দিতে বিডিও অফিসে গেলে সেখানে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে তারপর বলা হয়, মনোনয়নের সময়সীমা অতিক্রান্ত। তবে ওই ৯ জন আগেই হোয়াটস অ্যাপের মাধ্যমে বিডিওর কাছে তাদের মনোনয়ন পত্র পাঠিয়ে দিয়েছিলেন। আশঙ্কা ছিল একটাই। স্ক্রুটিনিতে বাতিল হয়ে যেতে পারে তাদের সেই মনোনয়ন। তবে সব বাধা কাটিয়ে অবশেষে জয় পেলেন ভাঙরের জমি রক্ষা কমিটির ওই ৯ সদস্য।
আদালত জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ভাঙরের ওই ৯ সদস্যের মনোনয়ন বাতিল করা যাবে না। এবিষয়ে আদালতের হুঁশিয়ারি, তাদের নমিনেশন বাতিল করে স্থগিত করে দেওয়া হবে ভোট।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.