Header Ads

পাহাড়ে নতুন সংগঠন! অশান্তির কালো মেঘ দেখছে প্রশাসন।

নজরবন্দি ব্যুরোঃ    গোর্খা জাতিসত্তার ১১১ বছরের ইতিহাস ও দাবি নিয়ে সরব একটি সংগঠন। নাম ন্যাশনাল গোর্খা কমিটি। সংগঠনের সামনে আপাতত রয়েছেন গোর্খা বিশিষ্টজনেরা। সংগঠনের তরফ থেকে এই উদ্যোগকে অরাজনৈতিক বলেই দাবি করা হয়েছে।
 তবে বিষয়টিকে সহজভাবে নিতে নারাজ প্রশাসন। জানা গিয়েছে, ন্যাশনাল গোর্খা কমিটির মাথায় রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা অফিসার শক্তি গুরুং। রয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যসচিব ত্রিলোক দেওয়ান, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীশ তামাং। তবে তাঁরা গোর্খাল্যান্ড আন্দোলনের পথ নির্দেশক হিসেবে  কাজ করতে চান বলে সংবাদ , পাহাড়ের সব রাজনৈতিক দলকে। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকেও।
 তবে কি তবে নতুন করে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন অশান্তি পাকানোর চেষ্টা করা হলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে। তবে এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.