মালালার নাম অনুসারে গ্রামের নাম হল পাকিস্তানে।
নজরবন্দি ব্যুরোঃ ২০১২ সালে অক্টোবরে তালিবান জঙ্গিদের গুলিতে
গুরুতর জখম হন এক ছোট্ট মেয়ে । পেশাওয়ারে মিলিটারি হসপিটালে মালালাকে প্রথমে নিয়ে
যাওয়া হয়। কিন্তু অবস্তার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। তার পর সেই মেয়ে তালিবানদের
চোখরাঙানি উপেক্ষা করে নারীশিক্ষার অগ্রগতিতে সাহসিকতা দেখান। তার নাম মালালা ইউসুফজাই।
২০১২
সালের পর এই প্রথম তিনি নিজের
বাড়িতে এসেছিলেন। তাঁর চার দিনের পাক সফরে প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির
সঙ্গে সাক্ষাত্ও করেন তিনি। কিন্তু একদিন নিজের দেশে তাঁর প্রাণ চলে যেতে বসেছিল
আর এবার সেই দেশের একটি গ্রাম এর নাম হল তাঁর নাম অনুসারে। পাকিস্তানের পঞ্জাব
প্রদেশের রাওয়ালপিন্ডির একটি গ্রামের নাম হল মালালা। নামকরণ করল খোদ পাক প্রশাসন।
নারীশিক্ষার অগ্রগতিতে সাহসিকতা দেখানোয় ২০১৭ সালে মাত্র ১৭ বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।
নারীশিক্ষার অগ্রগতিতে সাহসিকতা দেখানোয় ২০১৭ সালে মাত্র ১৭ বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।
Loading...
কোন মন্তব্য নেই