Header Ads

অক্টোবর থেকে শুরু হবে চালক হীন মেট্রোর যাত্রা!



নজরবন্দি ব্যুরোঃ কলকাতাতে পৌঁছল চালক বিহীন মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই চালু হয়েযাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকেযুবভারতী ক্রীড়াঙ্গন র্যন্ত ওস্টওয়েস্ট মেট্রোরেল সূত্রে খবর, এমাসের শেষের দিকেই ট্রায়াল রান শুরু করে দেওয়া হবে কমপক্ষে মাস চলবে ট্রায়াল রান তারপরেই চূড়ান্তভাবে সেক্টর ফাইভ থেকেযুবভারতী র্যন্ত ট্রেন চলার ছাড়পত্র মিলবে নতুন এই রেকগুলি স্বয়ংক্রিয় চালক ছাড়াই চালানোযাবে ট্রেন এছাড়াও বহু অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে রেকগুলিতে ট্রেনের সবকটি কমারাতেই থাকবে সিসি টিভির নজরদারি এছাড়া কামরাগুলির ডিজাইনেও কিছু বদল আনা হয়েছে
এই ট্রেনে হুইলচেয়ার নিয়েও উঠে পড়তে পারবেন প্রতিবন্ধীরাএইসব রেকের একটি বিশেষ সুবিধা হলযাত্রীরা প্রয়োজনে সরাসরি চালকের সঙ্গে কথা বলতে পারবেন কামরাগুলিতে দাঁড়াবার জায়গা আরও চওড়া করা হয়েছে



 ছবি ও তথ্যঃ ২৪ ঘণ্টা




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.