Header Ads

নতুন মরসুমে ইস্টবেঙ্গলের পথে কাশিম?


নজরবন্দি ব্যুরোঃ সুপার কাপের ফাইনালে হেরে বিপর্যস্ত ইস্টবেঙ্গল, শুরু করলো আগামি মরসুমের দল গড়ার কাজ। এই দল গড়ার কাজ করতে গিয়ে তারা প্রথম হাত বাড়াল মিনার্ভা এফসি-র তারকা ফুটবলার কাশিম আইদারার দিকে।
কারণ, এবার আই লিগ চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর ছিলেন এই খেলোয়াড়। লাল হলুদের চোখ তাঁর দিকে, কারণ তিনি আক্রমণের পাশাপাশি প্রয়োজনে রক্ষণেও নেমে আসেন। ফলে রক্ষণটাও শক্ত হবে ইস্টবেঙ্গলের। টিডি হিসেবে সুভাষ ভৌমিক যোগদানের পরেই তিনি বলেছিলেন, রক্ষণের সমস্যা আছে ইস্টবেঙ্গলের। সেকথা মাথায় রেখেই কাশিমকে নেওয়ার কথা ভেবেছে ইস্টবেঙ্গল।
সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামি মরসুমে লাল হলুদ জার্সি গায়ে দেখা যাবে কাশিম আইদারাকে। অপরদিকে কোচ খালিদকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হননি লাল হলুদ কর্তারা। ফলে কোচের ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.