Header Ads

ব্যাপক প্রতিরোধের মুখে শাসক দল! নোমিনেশন তোলার হুমকি দিতে গিয়ে গ্রাম ছাড়া তৃণমূল! #NajarbandiExclusive


নজরবন্দি ব্যুরোঃ "শুধু আমি নয়!! চুনীদা,মিঠুদা,কবিরুলদা,রানাদা,বাদশাদা কালুরামদা সত্যদা সহ ভাতাড়ে অসংখ্য কমরেড আক্রান্ত। সত্যিই পরিবর্তন হয়েছে,ভাতাড় বাজার আজ প্রথম বোমের আওয়াজ শুনলো।বিনা কারনে আজ ভাতাড় পার্টি অফিস ভাঙচুর করলো তৃণমূল।


ভাতাড়ের সমস্ত শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষকে এই অরাজকতার বিরুদ্ধে একজোট ও প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।" কথা গুলো এক বাক্যে বললেন ভাতাড় পঞ্চায়েত সমিতির ২৪ নং আসনে 'উন্নয়নের' মুখে পড়ে নমিনেশন করতে ব্যার্থ সিপিআইএম প্রার্থী সৌমেন কারফা। মার পড়েছে গায়ে, কেমন আছেন এখন? "আমি ভালো আছি,অসংখ্য কমরেড ও সাধারন মানুষ ফোন ও মেসেজ করছেন,সবাইকে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না।পাশে থাকার জন্য ধন্যবাদ।"


না থেমে 'কমরেড' বলে চললেন "জানেন গত সোমবার বিনা কারনে ভাতাড় ১ নং এরিয়া কমিটির ৩ সদস্য সফিকুল ইসলাম,নজরুল হক,হরিহর চৌধুরির বাইক ভাতাড় পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর করছে তৃণমূলীরা!" এই কথা গুলো গতকাল যখন ফোনে নজরবন্দিকে বলছেন সৌমেন তখন রাত  সাড়ে এগারোটা পেরিয়েছে। কিন্তু তার কিছুক্ষন আগেই ভাতাড়ে ঘটে গেছে এক অসম প্রতিরোধের ছবি! বাঁচার লড়াই কাকে বলে দেখিয়ে দিয়েছেন ভাতাড়ের শালকুনি গ্রামের মানুষ।

রাত তখন প্রায় ৯টা অন্তত ৮০ জন সশস্ত্র দুষ্কৃতি ভাতাড় ২ নং এরিয়ার সিপিআইএম নেতা সীতাংশু ভট্টাচার্য ও রাশ হাজরার বাড়িতে সাহেবগঞ্জ ১ ন পঞ্চায়েতের সমস্ত প্রার্থী পদ তোলার জন্য হুমকি দিতে আসে। সিপিআইএম নেতারা জানিয়েদেন প্রান নিয়ে নিলেও প্রার্থীপদ প্রত্যাহার করব না। আচমকা পট পরিবর্তন! সশস্ত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যখন আক্রমনের জন্যে প্রস্তুতি নিচ্ছে তখন বেরিয়ে আসে সমস্ত বাগদী পাড়ার বাসিন্দারা!

যার বাড়িতে যা ছিল, বটি, কাটারি, শাবল তাই দিয়ে শুরু হয় গুন্ডা তাড়ানো। এলাকায় শান্তি ফিরে আসে, শুধু সশস্ত্র গুন্ডাবাহিনীই নয় তাঁদের সাথে এই মুহুর্তে এলাকা ছাড়া হয়েছেন তৃণমূল নেতারাও! সিপিআইএম আবেদন জানিয়েছে শান্তি বজায় রেখে গ্রামে ফিরে আসার জন্যে! 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.