Header Ads

কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে গুজরাটে অভিনব কৃষক প্রতিবাদ।

শুভব্রত মুখার্জি: গুজরাত রাজ্যে কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চায় রাজ্য সরকার। যার  ফলে ৫ হাজার কৃষক ইচ্ছামৃত্যু চেয়ে আবেদন করেছে সরকারের কাছে। ঘটনা গুজরাটের ভাবনগর জেলায়।  স্থানীয় কৃষকদের অভিযোগ, ‌এই রাজ্যের ১২টি জেলার মোট ৫ হাজার ২৫৯ জন কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

 জোর করে কৃষি জমি ছিনিয়ে নেওয়ার  রাজ্য সরকার এবং গুজরাট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের প্রচেস্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে  ইচ্ছামৃত্যুর রাস্তা বেছে নিয়েছে কৃষকরা। এই বিষয়ে ৫০০০ কৃষকের সই করা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।

ভাবনগর জেলার কালেক্টর হর্ষদ প্যাটেল জানান,"  কৃষকদের পক্ষ থেকে কালেক্টরেট অফিসে চিঠি জমা দেওয়া হয়েছে। তাঁদের দাবি ইচ্ছামৃত্যু। সেই চিঠিতে রাজ্য সরকার ও গুজরাট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে দায়ী করা হয়েছে। জমি থেকে কৃষকদের উচ্ছেদ করতে পুলিসবাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। "
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.