বিলাসবহুল বাংলো বা গাড়ি কোনোটাই চাননি মানিক সরকার! তবে কেন 'মিথ্যাচার' সংবাদ মাধ্যমের?
নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিলাসবহুল বাংলো এবং গাড়ি চেয়েছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। মুখ্যমন্ত্রী থাকাকালীন যে ব্যক্তি অতি সাধারণ জীবনযাপন করেছেন তিনি হঠাৎ এরকম দাবি করছেন, বিষয়টি চমকপ্রদ তো বটেই। কিন্তু সেইসাথে বিষয়টি ভাবিতও করে মানুষকে। এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেমবলি-কে যে চিঠি দিয়েছেন মানিক সরকার তাতে লেখা রয়েছে, এই মুহুর্তে তাঁর থাকার জন্য কোনো স্থায়ী বাসস্থান নেই। তাই একটি বাড়ি তাঁর বাসস্থান হিসেবে চেয়েছেন তিনি। এখানে কোথাও বিলাসবহুল বাংলো কিংবা গাড়ির দাবির উল্লেখ নেই। পুরো চিঠিটার কোথাও সেইরকম কোনো দাবি জানাননি মানিক বাবু। নিয়ম অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বর্তমান মুখ্যমন্ত্রীর সমান সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রাপ্য মানিক বাবুর। কিন্তু তারপরেও চিঠি লিখে বাসস্থান কেন চাইতে হচ্ছে তাঁকে? প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। সেইসাথে আরও একটি প্রশ্ন এখানে উঠে আসছে। সংবাদ মাধ্যম গুলি এই ধরণের ভ্রান্ত এবং একপেশে খবর কেন পরিবেশন করছে? জনমানসে বিশেষ গুরুত্ব পায় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর। তাহলে সত্যকে বিকৃত করে জনমতকে কেন বিভ্রান্ত করা হচ্ছে এভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে? উঠছে প্রশ্ন।
Loading...
কোন মন্তব্য নেই