"তোষণ নয়, শোষিতের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব!" সংখ্যালঘু তোষণ প্রসঙ্গে যোগ্য জবাব মমতার।
নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং
তৃণমূল সরকারকে সংখ্যালঘু তোষণকারী বলে খোঁচা দেন বিরোধীরা। সেই প্রশ্নের উত্তরে
আজ যোগ্য জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে মোট ৩০ শতাংশ সংখ্যালঘু
রয়েছে। প্রত্যেক শোষিত মানুষ তাঁর আপন। তাদের তিনি ভালোবাসেন। মুখ্যমন্ত্রীর
স্পষ্ট জবাব, "তোষণ নয়, অবহেলিত শোষিত মানুষের পাসে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি
সবার জন্য। পশ্চিমবঙ্গ সরকার মানুষের সরকার।"
Loading...
কোন মন্তব্য নেই