Header Ads

প্রথম ভারতীয় পরিচালক হিসেবে মাদাম তুসোতে এবার করণ।


নজরবন্দি ব্যুরোঃ এক প্রথম সারির সংবাদপত্রের খবর অনুযায়ী, মাদাম তুসোতে এবার করণ জোহরের মোমের মূর্তিতে জায়গা পেতে চলেছে
এর আগে অমিতাভ বচ্চন থেকে হৃতিক ,শাহরুখ , ঐশ্বর্য সকলেরই সেখানে রয়েছে মোমের মূর্তি কিন্তু করন-ই হবেন প্রথম ভারতীয় পরিচালক, যার মূর্তি বসতে চলেছে মাদাম তুসোতেইতিমধ্যেই মাদাম তুসোর ক্রিয়েটিভ ডিরেক্টররা নিয়ে নিয়েছেন করণের মুখের পরিমাপ আপাতত তা লন্ডনের মার্লিন স্টুডিও-তে কিছুটা কাজও এগিয়েছে এই মূর্তি জন্য

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.