ভাঙনের মুখে সিপিআই(এম)! এই রাজ্যেও পড়তে পারে প্রভাব।
নজরবন্দি ব্যুরো: হায়দ্রাবাদে সিপিআই(এম)-র২২তম পার্টি কংগ্রেসে ঘটে গেল বড় ধরনের অঘটন।
এই প্রথম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পড়তে পারলেন না দলীয় রাজনৈতিক খসড়া। করাত লবির প্রবল বিরোধিতাতে পড়েন বলে অভিযোগ। সেই প্রতিবেদন পড়লেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। এই আবহেই তীব্র হয়ে উঠল ইয়েচুরির ইস্তফার জল্পনা।
সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপিকে আটকাতে সিপিাআই(এম)জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনও রকমের সমঝোতার পথে যাবে কি না, আর সেই প্ৰশ্নেই দ্বিধাবিভক্ত সিপিআই(এম)।
প্রসঙ্গত,গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে এই বিতর্কে সাময়িক সামাল দেয় পার্টির শীর্ষ নেতৃত্ব।
আর ২২ তম পার্টি কংগ্রেসে প্রতিবেদন পেশ করতে না পেরে চরম অপমানিত ইয়েচুরি যে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন, এমন জল্পনায় উত্তাল সারা দেশের বাম রাজনীতি। আর ইয়েচুরি যদি ইস্তফা দেন তা হলে বাংলার বাম রাজনীতিতে যে তার আঁচ পড়তে চলেছে এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপিকে আটকাতে সিপিাআই(এম)জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনও রকমের সমঝোতার পথে যাবে কি না, আর সেই প্ৰশ্নেই দ্বিধাবিভক্ত সিপিআই(এম)।
প্রসঙ্গত,গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে এই বিতর্কে সাময়িক সামাল দেয় পার্টির শীর্ষ নেতৃত্ব।
আর ২২ তম পার্টি কংগ্রেসে প্রতিবেদন পেশ করতে না পেরে চরম অপমানিত ইয়েচুরি যে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন, এমন জল্পনায় উত্তাল সারা দেশের বাম রাজনীতি। আর ইয়েচুরি যদি ইস্তফা দেন তা হলে বাংলার বাম রাজনীতিতে যে তার আঁচ পড়তে চলেছে এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
Loading...
কোন মন্তব্য নেই