এবার ধর্ষণ কান্ড নিয়ে মোদীকে কড়া চিঠি শিক্ষাবিদদের, চাপ বাড়লো কেন্দ্রের।
নজরবন্দি ব্যুরোঃ দেশে একের পর এক ধর্ষণ কান্ডে
এই মুহূর্তে প্রবল চাপে কেন্দ্রের মোদী সরকার। দেশ এবং বিদেশে সমালোচনার ঝড় উঠেছে
এই ঘটনা গুলোকে কেন্দ্র করে। ঠিক সেই সময়েই আরও চাপ বাড়িয়ে দেশ ও দেশের বাইরে ৬৩৭
জন শিক্ষাবিদদের স্বাক্ষর সম্বলিত ধর্ষণের প্রতিবাদে এক কড়া চিঠি পাঠানো হয়েছে
নরেন্দ্র মোদীকে।
চিঠিতে মন্তব্য করা হয়েছে, ধর্ষণের ঘটনার
প্রতিবাদে মোদীর বক্তব্য অত্যন্ত একঘেয়ে। শিক্ষাবিদদের চিঠিতে লেখা হয়েছে, "আমরা
এই চিঠি পাঠাচ্ছি যাতে এইরকম ঘৃণ্য ঘটনার পরেও নিশ্চুপ থাকার দায় আমাদের ওপর এসে
না পড়ে।"
অপরদিকে কেবলমাত্র ১২ বছর বয়সের অন্তর্গত শিশু
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে, বাকি মহিলা ধর্ষণের জন্য শাস্তি অন্যরকম কেন
হবে, সেব্যাপারেও কড়া সমালোচনা করা হয়েছে ওই চিঠিতে। প্রধানমন্ত্রীকে পাঠানো ওই
চিঠিতে শুধু মাত্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান নয়, অস্ট্রেলিয়া ব্রিটেন, মার্কিন
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের স্বাক্ষরও রয়েছে। অতি
সম্প্রতি কাঠুয়া ধর্ষণ কান্ড থেকে আরও অন্যান্য ধর্ষণ কান্ড নিয়েও নিজেদের ক্ষোভ
উগরে দিয়েছেন শিক্ষাবিদরা এই চিঠিতে।
Loading...
কোন মন্তব্য নেই