আমরণ অনশনের দ্বিতীয় দিন৷ খুশি ঘোষের মৃত্যুর সদুত্তর মেলেনি এখনো।
নজরবন্দি, আসানসোলঃ লোয়ার কুমারপুর নিবাসী অক্ষয় ঘোষ গত ২০ মার্চ ২০১৮ তারিখে
তার ছয় মাসের মেয়ে খুশিকে বিকেল ৩টে ৩০ নাগাদ চিকিৎসার জন্যে আসানসোলের একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করেন৷ ওই দিনই রাত্রি দশটা নাগাদ খুশি মারা যায়৷ খুশির
মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালের গেটের সামনে অবস্থান
বিক্ষোভে বসেন খুশির বাবা-মা।
এরপর এই অবস্থান বিক্ষোভের সাথে সহমত ও সহমর্মীতায় শহরের জনগণ মোমবাতি মিছিলও
করে৷ তবু খুশি ঘোষের মৃত্যুর সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও হাসপাতাল
জানিয়েছে, নিউমোনিয়ার চিকিৎসা শুরু হয়েছিল খুশির৷ খুশি মারা গেছে কার্ডিয়াক ফেলিওর-এ৷
কিন্তু খুশির বাবার বক্তব্য খুশির নিউমোনিয়া হয়নি৷ এমনকি খুশির চিকিৎসার দাবি করা
হয়েছে যে শিশু বিশেষজ্ঞের নামে তিনি হাসপাতালে আসেন
খুশির মৃত্যুর পর৷ হাসপাতাল কর্তৃপক্ষ আর এমপি দিয়ে চিকিৎসা করিয়েছে তার মেয়ের৷ তাছাড়া
খুশির নিউমোনিয়া হয়নি৷ চেষ্ট রিপোর্ট তাই বলছে৷
খুশির বাবা দাবি করেছেন, তার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণের জন্যে সঠিক তদন্ত বা
প্রয়োজনে সিবিআই তদন্ত করা হোক৷ অক্ষয় বাবু ইতিমধ্যে আসানসোল উঃ থানা থেকে
প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন৷ সুবিচারের প্রত্যাশায় হাসপাতাল গেটের
সামনে ২৭ দিন অবস্থান বিক্ষোভ করছেন৷ এতেও কোনো সদুত্তর না পেয়ে গত ১৮ তারিখ থেকে
তিনি আমরণ অনশনে বসেছেন৷ এখন দেখার, খুশির বাবা-মা অক্ষয় ঘোষ ও রূপা দেবী হাসপাতাল কর্তৃপক্ষ ও
প্রশাসনের শীতঘুম ভেঙে সুবিচার পান কবে৷ অক্ষয় বাবু প্রশ্ন রেখেছেন তাদের খুশির
মতো আর কত শিশুর মৃত্যু হবে কতদিন ভুল চিকিৎসায়?
Loading...
কোন মন্তব্য নেই