Header Ads

"আরটিআই করুন, সমস্ত ডিগ্রি দেখিয়ে দেবো! মোদীজি পারবেন তো?" কানহাইয়ার খোঁচায় বেসামাল মোদী ব্রিগেড।

নজরবন্দি ব্যুরোঃ কোনো বিষয়ে বিরোধিতা করার আগে সেই বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন, এরকম একটি কথা প্রচলিত আছে। কিন্তু তা না করেই বিজেপি সমর্থকরা উলঙ্গ সমালোচনায় নেমেছিল দেশের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা তথা জেএনইউ-এর গবেষক ছাত্র কানহাইয়া কুমারের। নরেন্দ্র মোদী এবং সেই সাথে বিজেপি-কে তীব্র খোঁচা দিয়ে কানহাইয়া কুমারের রবিবারের টুইট সেই কথাটিই প্রমাণ করে দিলো, বলছেন রাজনৈতিক সমালোচক মহল।
বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কানহাইয়া কুমারকে নিয়ে একটি কথা প্রচার করতে থাকে বিজেপি আইটি সেল। বিজেপি সমর্থকরা বলতে থাকেন, "এবারও ফেল করেছেন জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমার। ফেল করায় রেকর্ড গড়লেন কানহাইয়া।" এছারাও ফেসবুকে একাধিক ব্যাঙ্গক্তি ছুড়ে দেওয়া হয় কানহাইয়া কুমারের উদ্দেশ্যে।
সেই সমস্ত কিছুর জবাব গতকাল দিয়েছেন কানহাইয়া। শ্লেষ মিশ্রিত টুইট-টিতে তিনি বলেন, "যারা 'মোদী চল্লিশা' ছাড়া আর কিছু পড়েন নি কখনো, তারা কি করে জানবেন যে পিএইচডি-তে পরীক্ষা হয় না, এখানে থিসিস লেখা হয়? আমি জেএনইউ-এর ছাত্র, কোনো হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটির নয়। আর এটাও জেনে রাখা দরকার, আমি কখনোই ফেল করিনি আজ পর্যন্ত। চাইলে আরটিআই করুন, আমার সমস্ত ডিগ্রি দেখিয়ে দেবো। মোদীজি-র মতো আমার আবার কোনো আপত্তি নেই ডিগ্রি দেখাতে।"


একথা সত্য যে পিএইচডি-তে কোনো পরীক্ষা হয় না, তাই পাশ কিংবা ফেলের প্রশ্নই ওঠে না। এই সম্যক ধারণাটুকুর অভাব রয়েছে বিজেপি সমর্থকদের মধ্যে, খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। আর বিজেপি সমর্থকদের এই রকম বিবেচনাহীন কান্ডে ফের একবার চরম বেকায়দায় পড়ে 'নাক কাটা গেল' নরেন্দ্র মোদীর।

https://twitter.com/kanhaiyajnusu/status/988010857337577474
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.