Header Ads

'কাস্টিং কাউচ' বিতর্কে সরোজ খানের মন্তব্যকে এক হাত নিলেন কমল হাসান।


নজরবন্দি ব্যুরোঃ  গত কাল 'কাস্টিং কাউচ' নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কোরিওগ্রাফার সরোজ খানে। তারই পরিপ্রেক্ষিতে গ্রামপঞ্চায়েত বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় কাস্টিং কাউচ নিয়ে কমলকে প্রশ্ন করা হলে তিনি বলেন ।
মহিলাদের সমস্ত রকমের অধিকার রয়েছে, কোথায় বসবেন , বা কোথায় শোবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। বা কাউচকে সরিয়ে ফেলার সিন্ধান্তও মহিলারা নিতে পারেন। কোনও মহিলারই উচিত নয় কাস্টিং কাউচের মত বিষয়কে সমর্থন করে কথা বলার। তিনি আরও বলেন কাস্টিং কাউচের সমর্থনে কথা বলে সরোজ খান ইন্ডাস্ট্রির মা ও বোনেদের সম্মান কমিয়ে দিয়েছেন। যদিও কালকের এই মন্তব্বের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন সরোজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.